সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

In a bizarre mix up woman gets pregnant with unknown seed

স্বাস্থ্য | নিজের অজান্তেই অচেনা পুরুষের শুক্রাণুতে অন্তঃসত্ত্বা মহিলা! তুলকালাম কাণ্ড হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১২ এপ্রিল ২০২৫ ১১ : ৫৫Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: নিজের অজান্তেই অচেনা দম্পতির সন্তানের জন্ম দিলেন এক মহিলা। তাও আবার দেশের অন্যতম নামজাদা একটি ফার্টিলিটি ক্লিনিকে! এমন ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া জুড়ে। ঘটনার জেরে বিতর্কের কেন্দ্রে ব্রিসবেনের একটি আইভিএফ ক্লিনিক।

অস্ট্রেলিয়ার প্রথম সারির একটি আইভিএফ ক্লিনিক মোনাশ। বহু দম্পতি এই প্রতিষ্ঠানে আসেন টেস্টটিউব বা অন্যান্য কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে সন্তানের জন্ম দিতে। সেখানেই ঘটে এমন এক ঘটনা যা চোখ কপালে তুলেছে অনেকের। ফেব্রুয়ারি মাসের শেষে এক দম্পতি জানান, তাঁদের সংরক্ষণ করে রাখা শুক্রাণু এবং ডিম্বাণু তাঁরা ওই ক্লিনিকের একটি অন্য শাখায় নিয়ে যেতে চান। তখনই দেখা যায় তাঁদের সংরক্ষিত শুক্রাণু এবং ডিম্বাণু অন্য এক মহিলাকে দিয়ে দেওয়া হয়েছে। এই অদলবদলের জেরে নিজের অজান্তেই অন্য দম্পতির সন্তানের মা হয়ে গিয়েছেন ওই মহিলা!

ঘটনা প্রকাশ্যে আসতেই সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন সংস্থার সিইও মাইকেল কাপ। সাংবাদিক সম্মেলনে মাইকেল জানান, গোটা ঘটনায় সংস্থার কর্মীরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে তাঁরা ব্যক্তিগত স্তরে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি। শুধু অভ্যন্তরীণ তদন্তই নয়, ব্রিসবেনের চিকিৎসা নিয়ামক সংস্থাও খতিয়ে দেখছে বিষয়টি। তবে মাইকেলের দাবি, এই ঘটনাটি একেবারেই বিচ্ছিন্ন একটি বিষয়। আর কোনও দম্পতির শুক্রাণু বা ডিম্বাণু অদলবদল হয়নি বলেও দাবি করেছেন তিনি।


IVF treatmentBizarrePregnancy

নানান খবর

সোশ্যাল মিডিয়া